Pulak banerjee biography of michael

পুলক বন্দ্যোপাধ্যায়

পুলক বন্দ্যোপাধ্যায়

জন্ম(১৯৩১-০৫-৩১)৩১ মে ১৯৩১

সালকিয়া, হাওড়া, পশ্চিম বংগ

মৃত্যু৭ সেপ্টেম্বর ১৯৯৯(1999-09-07) (বয়স ৬৮)
পেশাসুরকার, গীতিকার

পুলক বন্দ্যোপাধ্যায় (২ মে ১৯৩১ – ৭ সেপ্টেম্বর ১৯৯৯) প্রথিতযশা ভারতীয় বাঙালীসুরকার ও গীতিকার ছিলেন।[১] এছাড়াও, বাংলা চলচ্চিত্র জগতে তার ভূমিকা অপরিসীম ছিল।[২]

জন্ম ও প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হাওড়ার সালকিয়ায়। পিতা নির্বাকযুগের অভিনেতা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের শৈশবকাল কাটে হাওড়ায়। সেখানকার অ্যাংলো সান্সক্রিট স্কুলের ছাত্র ছিলেন তিনি। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে বি.এ.পাশ করেন। তার পরিবারের শিল্পধর্মী কর্মকাণ্ডের সাথে শৈশবেই নিবিড় সম্পর্ক ছিল। নাটক, সাহিত্য ও সঙ্গীতকলায় তার আত্মিক সম্পর্ক ছিল। মাত্র সতেরো বছর বয়সে চলচ্চিত্র পরিচালক সরোজ মুখোপাধ্যায়ের 'অভিমান' ছবিতে প্রথম গান লেখেন। [৩]

কর্মজীবন

[সম্পাদনা]

বাংলা গানের প্রায় সব প্রতিষ্ঠিত শিল্পীই তার লেখা গান গেয pulak banerjee biography of michael3 QEWI